রানীগঞ্জে ডাকাতির অভিযুক্তরা আসানসোলে করলো গাড়ি ছিনতাই, জখম ২
আমার কথা, আসানসোল, ৯ জুনঃ
রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির পরেই আসানসোলের চক্রবর্তী মোড়ে গুলি চালিয়ে চার চাকা গাড়ি ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। রবিবার দুপুরে এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য। ঘটনায় নয়ন দত্ত ও প্রবাল স্যান্যাল নামে আহত দুজন। দুটি ঘটনার মধ্যে যোগসুত্র রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
রবিবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা চক্রবর্তী মোড়ে দিন দুপুরে গুলি চালানোর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনায় আহত নয়ন দত্ত।
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আহত নয়ন দত্ত জানান, তার চারচাকা গাড়িতে করে পরিবার নিয়ে দুর্গাপুর থেকে তিনি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন। সে সময় চক্রবর্তী মোড়ের কাছে চার দুষ্কৃতী তাদের গাড়ি থামিয়ে বলে, তাদের মধ্যে একজনের চোট লেগেছে। তাদেরকে হাসপাতালে ছেড়ে দেওয়ার কথা বলে। পরিবার সাথে থাকায় নয়নবাবু রাজী না হওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নয়নবাবুর পায়ে গুলি লাগে। এরপরেই ওই চার দুষ্কৃতী গাড়িটি নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন তিনি। ঘটনায় প্রবাল সান্যাল নামে আরো একজন জখম হয়েছে বলে জানা গেছে।
প্রবাল স্যান্যাল বলেন , তিনি আওয়াজ শুনে বেরিয়ে এলে তার হাতে গুলির ছিটে জাতীয় কিছু লাগে। অল্প আহত হয়েছেন তিনি।
পুলিশের প্রাথমিক অনুমান করা হচ্ছে, এই চার দুষ্কৃতি রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতির সাথে যুক্ত। ডাকাতির সময় পুলিশের সাথে গুলির লড়াইয়ে দুষ্কৃতিদের মধ্যে একজনের গায়ে গুলি লাগে। চারজনের মধ্যে একজন সম্ভবতঃ ওই জখম দুষ্কৃতি। চিকিৎসার জন্য তাঁরা নয়ন দত্তের কাছে সাহায্য চেয়েছিল। আসানসোল ঘটনার তদন্ত করছে দক্ষিণ থানার পুলিশ। শুরু হয়েছে পুলিশের নাকা তল্লাশি। পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোষ্টে নাকা তল্লাশি আরো জোরদার করা হয়েছে।