রবীন্দ্র স্মরণে সান্ধ্যানুষ্টান
আমার কথা, দুর্গাপুর, ৯ জুন:
সংবাদদাতা প্রণয় রায়
রবীন্দ্র স্মরণে সম্পূর্ণ এক ঘরোয়া অনুষ্ঠান। চতুরঙ্গ ময়দান পেরিয়ে কিছুটা গিয়েই উদয়শঙ্কর রোডের একটি আবাসন। শনিবার সেই আবাসনের বৈঠকখানা সেজেছে রবীন্দ্রনাথের নানা বয়সের ছবি নিয়ে। চারধারে রজনীগন্ধা ফুলের মালা। রবীন্দ্র অনুরাগী কাজল দাস ও ডাঃ শর্মিষ্ঠা দাসের বাড়িতে উপস্থিত হয়েছেন শিল্পাঞ্চল দুর্গাপুরের সব রবীন্দ্র অনুরাগী শিল্পীরা।
দুর্গাপুরের বাচিক শিল্পী অমিত চ্যাটার্জি কারখানায় এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু হয়।
জয়ন্ত পোদ্দারের উদ্বোধনী সঙ্গীতের পর একে একে শিল্পীরা পরিবেশন করলেন তাদের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ডাঃ দেবাশিস চক্রবর্তী, সৌম্য শঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নিজামুদ্দিন, মনিশঙ্কর, অতনু রায়, মোহিত গাঙ্গুলী, সূর্য মাইতি, হৃদয় সাঁই, রীতা সাহা, আনন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীরা। খুব সুন্দর নৃত্য পরিবেশন করে সোহিনী দাস।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ডাঃ শর্মিষ্ঠা দাস।