দুর্গাপুরে দামোদরে ঝাঁপ ব্যাক্তির, প্রাণে বাঁচালেন দুই সিভিক ভলান্টিয়ার
আমার কথা, দুর্গাপুর, ১৩ জুনঃ
নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এক ব্যাক্তিকে বাঁচালেন দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ব্যারেজে। কর্তব্যরত এই দুই সিভিক ভলান্টিয়ারের কাজের প্রশংসা করেন এলাকাবাসীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা। সেই সময় দুর্গাপুর ব্যারেজের ৩নং লক গেটের কাছেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিলেন বড়জোড়া থানার দুই সিভিক ভলান্টিয়ার দীপক কুমার দাস ও অরূপ মন্ডল। ঠিক সেই সময় এক ব্যাক্তি দামোদরের জলে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসে ওই দুই সিভিক ভলান্টিয়ারের। সময় নষ্ট না করে সাথে সাথে তাঁরা লকগেটের দেওয়াল বেয়ে নেমে পড়েন আর ডুবন্ত ওই ব্যাক্তিকে হাত ধরে টেনে জল থেকে ওপরে তুলে আনেন।
জানা গিয়েছে, সুরিন্দর সিং(৪০) নামে ওই ব্যাক্তি দুর্গাপুর সিনেমা হল রোড পাঞ্জাবী পাড়ার বাসিন্দা। বর্তমানে ওই ব্যাক্তি সুস্থ আছেন। তবে ওই ব্যাক্তি কেন আত্মহত্যার চেষ্টা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।