এডিডিএ এর নতুন চেয়ারম্যান হলেন দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্ত
আমার কথা, দুর্গাপুর, ১৪ জুনঃ
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন কবি দত্ত। শুক্রবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব বলে জানান নতুন চেয়ারম্যান।
আসানসোল থেকে দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের কাজকে তরান্বিত করতে বাম আমলে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এ ডি ডি এ ) গঠন করা হয় । ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর এডিডিএ এর চেয়ারম্যান হন তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। প্রথম দফাতে চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ ছিল ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এরপর তাপস বাবুর জায়গায় চেয়ারম্যান হন তৎকালীন তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে ফের চেয়ারম্যানের দায়িত্ব পান তাপস বাবু। তারপর থেকে দীর্ঘদিন ধরেই তিনি সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে তাপস বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয় কবি দত্তের। সংস্থা গঠনের পর থেকে এই যাবতকাল চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সাংসদ অথবা বিধায়কেরা । কবি দত্তই প্রথম ব্যাক্তি যিনি জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তি না হয়েও এই দায়িত্ব পেলেন। নতুন চেয়ারম্যান এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে পরিচিত। ইতিপূর্বে তিনি দুর্গাপুর চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব সামলেছেন। ২০২২ সালে কবি বাবুকে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। সেই সময় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইস চেয়ারম্যান হিসেবে কবি দত্তের নাম ঘোষণা করেন। কবি বাবু বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন । ঠিক লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই সংস্থার চেয়ারম্যানের বদল নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। দুর্গাপুর পৌরসভা ভোটের প্রাক্কালে কবি দত্তকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করার পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর কবি বাবু সাংবাদিকদের একাংশকে জানান আসানসোল-দুর্গাপুর এলাকার সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য সবাইকে সাথে নিয়ে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাব বলেও জানান তিনি।