বিহার থেকে ধরা পড়ল রানীগঞ্জের ডাকাতদলের আরো এক সদস্য
আমার কথা, আসানসোল, ১৭ জুন:
সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পরল আরও এক দুষ্কৃতী। ধৃতের নাম নাগেন্দ্র যাদব। বিহার থেকে নাগেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। সোমবার পুলিশ তাকে পেশ করে আসানসোল আদালতে।
৯ জুন রবিবার রানীগঞ্জ বাজারের তারবাংলা এলাকায় ডাকাতি হয় একটি প্রসিদ্ধ সোনার দোকানে। তদন্তে নেমে পুলিশ আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল। ঘটনার দিন সন্ধ্যেবেলায় ঝাড়খন্ড থেকে প্রথম ধরা পড়ে সুরজ সিং নামে এক দুষ্কৃতি। তারপরের দিন ঝাড়খন্ড থেকেই গ্রেপ্তার হয় ডাকাতি চক্রের মূল পান্ডা সোনু সিং। সোনু ডাকাতির দিন পুলিশের গুলিতে আহত হয়েছিল। শনিবার অন্ডালের দক্ষিণখন্ড পঞ্চায়েতের জয়পুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার হয় শশীকান্ত মালি নামে অপর এক দুষ্কৃতি। গ্রেপ্তার হওয়া তিন দুষ্কৃতি বর্তমানে রয়েছে পুলিশ হেফাজতে। রবিবার পুলিশের হাতে ধরা পড়ে চক্রের আরেক সদস্য নগেন্দ্র যাদব। বিহারের ছাপড়া জেলার মোবারকপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার নগেন্দ্রকে আসানসোল আদালতে পেশ করা হয়। ধৃত নগেন্দ্রকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোনার দোকানে ডাকাতি করতে হানা দিয়েছিল মোট সাত জন দুষ্কৃতি। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে আরো কেউ যুক্ত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। খুব শীঘ্রই চক্রের সবাই ধরা পড়বে বলে জানান এক তদন্তকারী ।