“জবরদখল মেনে নেবো না, তবে দেখা হবে মানবিকতার সাথে”, দায়িত্ব নিয়েই কড়া বার্তা
আমার কথা, দুর্গাপুর, ১৯ জুন:
“জবর দখল বরদাস্ত করবো না। তবে পুরোটাই মানবিকতার সাথে দেখা হবে। যে জমির দাম শুরুই হয় ৬০-৭০ লক্ষ টাকা থেকে, সেই জমি কেউ দখল করে নেবে, সেটা কোনো মতেই মানা হবে না”- এডিডিএ এর চেয়ারম্যানের চেয়ারে বসে এটাই ছিল তাঁর শহরবাসীর উদ্দেশ্যে প্রথম বার্তা।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত৷ রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়ের জায়গায় তাঁকে এই দায়িত্বে আনা হল। আজ বুধবার তিনি এই দায়িত্বভার গ্রহণ করলেন দুর্গাপুরের দপ্তর থেকে।
এদিন দায়িত্বভার নিয়েই তিনি এডিডিএ এর জমির উপর দখলদারদের দখলদারীর বিষয়টি নিয়ে কড়া হুঁশিয়ারী দিলেও পাশাপাশি মানবিকতার সাথেও তা খতিয়ে দেখারও আশ্বাস দেন। এদিন তিনি বলেন, ” আমি কোনোদিন ভাবিনি যে এই চেয়ারে বসবো, বা এই দায়িত্বে যারা ছিলেন তাদের নামের তালিকাতে আমার নাম যুক্ত হবে। এটা ভগবানের আশীর্বাদ আমি মনে করি। আমি রাজনৈতিক ব্যাক্তিত্ব নই। তবে আমাকে একটু সময় দেওয়া হোক আর সাথে একটু ধৈর্য রাখতে হবে আমার উপর। আমি অবশ্যই চেষ্টা করবো এই শহরের উন্নয়নের।
স্মার্ট সিটি প্রসঙ্গে কবিবাবু বলেন, স্মার্ট সিটির বিষয়টা আমি শুনেছি, তবে স্মার্ট সিটির বিষয়ে আমার এই মুহুর্তে কোনো স্বচ্ছ ধারনা নেই। তাই এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না।
২০২২ থেকে এডিডিএ এর ভাইস চেয়ারম্যান ছিলেন কবি দত্ত। নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়াতে স্বভাবতই ভাইস চেয়ারম্যানের পদটি খালি হয়ে যায়। কবি দত্তের জায়গায় সংস্থার ভাইস চেয়ারম্যান করা হল কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে।
এদিন এডিডিএয়ের দুর্গাপুরের দপ্তরে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নতুন নির্বাচিত সাংসদ কীর্তি আজাদ। তিনি কবি দত্ত ও উজ্জ্বল চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন চেয়ারম্যান, নতুন ভাইস চেয়ারম্যান, নতুন সাংসদ, নতুন বিচার নিয়ে উন্নয়ণের পথে এগিয়ে যাবে শহর। এই উন্নয়ণে আমার দিক থেকে যা যা সাহায্যের দরকার পড়বে, আমি সর্বান্তকরনে সাহায্যের হাত বাড়িয়ে দেবো”।
উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার৷ তিনিও নতুন চেয়ারম্যান পদে কবি দত্তকে শুভেচ্ছা জানান। “বলেন কবি দত্ত একজন উদ্যোগপতি হিসেবে যথেষ্ট সফল। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি হয়ত সেভাবে কাজ করার সুযোগ পাননি। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে থেকে তিনি এই দুই শহরের উন্নয়ণের কাজ আর কাজের ধরন দেখেছেন। সেই কাজের ধারনা তার হয়েছে। আশা রাখছি কবি দত্তকে সময় দিলে সফলতার সাথে তিনি উন্নয়নের ধারা বয়ে নিয়ে যাবেন।
এদিন এডিডিএ এর দুর্গাপুরের দপ্তরে নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে আসেন দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়।