কথা ফোটেনি ঠিক করে, এর মধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল বিস্ময় শিশু কন্যার
আমার কথা, আসানসোল, ১৯ জুন:
মাত্র দেড় বছর বয়সে, মুখে ভালো করে কথা না ফুটলেও হাতের আঙ্গুলের দ্বারা আঠারটি জিনিস সনাক্ত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ নাম তুলে ফেললো পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুরের রিয়ানসি মন্ডল। বয়স মাত্র দেড় বছর হলেও তার মুখে কথা না ফুটলেও আঙ্গুলের দ্বারা ১৫ টি দেশের জাতীয় পতাকা সনাক্ত করতে পারে৷ বর্তমানে ২৮ টি দেশের জাতীয় পতাকা সনাক্ত করে, পাশাপাশি আটটি রং, বিভিন্ন ফুল, হিউম্যান পার্সোনালিটি, বিশ্ব হিরো, ১ থেকে ১৫ পর্যন্ত নম্বর, এ টু জেড সহ ১৪ টি জিনিস সনাক্ত করতে পারে। রিয়ানসির এই প্রতিভা কে স্বীকৃতি দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ নাম ওঠায় খুশি তার মা বাবা সহ পরিবারের সকলে। আগামি দিনে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে রিয়ানসি, সেই নিয়ে আশাবাদী তার বাবা রাহুল মন্ডল।