দূষণমুক্ত পরিবেশ গড়তে দুর্গাপুর আসানসোলে চালু হচ্ছে ব্যাটারি চালিত বাস
আমার কথা, দুর্গাপুর, ২০ জুনঃ (EXCLUSVE)
দুষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে এবার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে চালু হতে চলেছে ব্যাটারি চালিত বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও দুটি পুরসভার উদ্যোগে পরিবেশের কথা মাথায় রেখে এই বাস আনা হচ্ছে। পুজোর আগেই এই বাস পথে নামবে বলে জানা গিয়েছে। প্রথমে ২টি ব্যাটারি চালিত বাস পরীক্ষিতভাবে চালানো হবে। এরপর ধাপে ধাপে আরো এই বাসের সংখ্যা বাড়ানো হবে। দুর্গাপুরে তৈরী করা হবে চার্জিং স্টেশন। ইতিমধ্যেই এই বাসের ব্লু প্রিন্ট তৈরী হয়ে গেছে। এর জন্য শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলে সংস্থা থেকে জানানো হয়েছে।
শিল্পাঞ্চল দুর্গাপুর কিংবা আসানসোল এই দুটি শহরে গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে। উৎপন্ন হচ্ছে কালো ধোঁয়া, আর এই ধোঁয়ার কারনে বাতাসে মিশছে প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস। এই বিপুল পরিমাণ ধোঁয়া বেড়ে যাওয়ার কারণে গাড়ির সংখ্যা বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞদের কমিটি সুপারিশ করেছিল দূষণ মোকাবিলায় ব্যাটারিচালিত বা সিএনজি চালিত গাড়ির জন্য। এরপরই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দফতর নতুন ব্যাটারি চালিত বাস আনার ঘোষণা করল,দুর্গাপুর ও আসানসোলবাসীদের মুখে হাসি ফুটিয়ে।
প্রশ্ন উঠতেই পারে, এই ব্যাটারি চালিত বাসে আলাদা করে কী সুবিধা পেতে চলেছেন দুর্গাপুর ও আসানসোলের বাসিন্দারা? যার জবাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, “গতির দিক থেকে ডিজেল চালিত বাসকে ব্যাটারিচালিত বাস টেক্কা দিয়েছে। এই বাস থেকে জ্বালানি-জাত দূষণ যে ছড়াবেনা তা বলাই বাহুল্য। ফলে বাতাসে মিশবে না কার্বন কণা। এই বাসের অনেক বেশি। তবে শুধু ব্যাটারি চালিত বাস নয়, একই সাথে আরো ১৫টি সিএনজি বাসও আনা হচ্ছে ওই একই সময়ে। এর জন্য ব্যয় হবে আনুমানিক ৯ কোটি টাকা”
দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “শহরের দূষণের কথা মাথায় রেখে এই পদক্ষেপ। ৪ কোটি ২০ লক্ষ টাকা পুরসভার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। খুব কম ব্যয়ে দুর্গাপুরবাসী এই বাসে যাতায়াত করতে পারবেন। এই শহরে রাতের দিকে স্টেশনে যাতায়াতে মানুষদের খুব সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা থেকে শহরবাসী মুক্তি পাবেন”।