চতুরঙ্গ ময়দানে আন্তর্জাতিক যোগা দিবস পালন
আমার কথা, দুর্গাপুর, ২১ জুন:
সংবাদ দাতা প্রণয় রায়
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষে ও দিনটি
যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।
আন্তর্জাতিক যোগ দিবস প্রথম পালিত হয় ২০১৫ সালের২১ জুন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতিসংঘের ভাষণে ২১ জুন বার্ষিক যোগ দিবস উদযাপন করার পরামর্শ দেন। কারণ এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। আবার দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোটদিন।
জাতিসংঘের সাধারণ পরিষদে সর্ব সম্মতিক্রমে ২১ জুন কে বিশ্ব যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে।
যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে। যার অর্থ একত্রিত করা। যা মন শরীর ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। ৫০০০ বছরের ও বেশি সময় ধরে ভারতে যোগ চর্চা চলে আসছে।
এ বছরের থিম yoga for self and society
অর্থাৎ নিজের ও সমাজের জন্য ব্যায়াম।
আজ অপরাহ্নে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবে প্রতিদিন বিকেলে যোগা ও প্রাণায়াম করা মহিলাও শিশুরা দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথোরিটির নব নির্বাচিত চেয়ারম্যান শ্রী কবি দত্ত।
শ্রী দত্ত বলেন তিনি এলাকারই মানুষ। তিনি চতুরঙ্গ দুর্গাপুজো ও নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে জড়িত। তিনি কোন রাজনীতির মানুষ নন। একজন উদ্যোগপতি হিসেবে পরিচিত হলেও এই শিল্পাঞ্চলের উন্নতির জন্য তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার রূপায়নে তিনি প্রয়াশ চালিয়ে যাবেন। চতুরঙ্গ ময়দানের পরিকাঠামোর উন্নতির জন্য তিনি স্থানীয় মানুষদের সহযোগিতা কামনা করেন।
দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন শিশুরা নিয়মিত যোগ ব্যায়াম অভ্যাস করলে তারা নীরোগ জীবনের অধিকারী হবে। তিনি শিশুও মহিলাদের এই যোগ প্রদর্শনী দেখে খুব অভিভূত জানালেন। তিনি আক্ষেপ করে বলেন সময়াভাবে তিনি যোগাভ্যাস করতে পারেন না।নিয়মিত যোগ ও প্রাণায়াম অভ্যাস করলে সুস্থভাবে বাঁচা যায়।
এদিন পঞ্চাশ জন শিশু ও মহিলা বিভিন্ন ধরণের যোগ প্রদর্শন করেন।