দুর্গাপুরে CISF এর গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, প্রতিবাদে অবরোধ
আমার, দুর্গাপুর, ২৪ জুনঃ
রাস্তা পারপারের সময় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের(CISF) গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মঙ্গল হেমব্রম(১৯)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার গেট সংলগ্ন তামলা এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাতে যখন মঙ্গল যখন রাস্তা পারাপার করছিল সেই সময় ডিটিপিএস কারখানার সি.আই.এস.এফ জওয়ানদের একটি গাড়ি আচমকা ভুল দিকে চলে আসে আর মঙ্গলকে ধাক্কা মারে। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে জানান। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। গান্ধীমোড় থেকে মায়াবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলতে থাকে এই অবরোধ।
প্রসঙ্গত মঙ্গলের বাবা নেই, পরিবারে মা ও এক বোন রয়েছে। মঙ্গলের মায়ের কাজের দাবি জানান এলাকাবাসীরা। সাথে ওই রাস্তার উপর স্পিড ব্রেকারের দাবিও জানান তারা। পুলিশ আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।