দুর্গাপুর থেকে নিখোঁজ ভলিবল খেলোয়াড়ের হদিশ পেলো পুলিশ
আমার কথা, দুর্গাপুর, ২৫ জুন:
দুর্গাপুর থেকে নিখোঁজ যুবক সমীর পন্ডিতের হদিশ পেলো পুলিশ। সুদুর দিল্লিতে পাওয়া গিয়েছে সমীরের সন্ধান বলে পুলিশ সুত্রে খবর। বর্তমানে দিল্লিতে দিদির বাড়িতে রয়েছে। তাকে দুর্গাপুরে ফেরার নির্দ্রশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
দুর্গাপুরের বিজোনের ইস্পাতপল্লীর বাসিন্দা সমীর পন্ডিত(২৭) গত শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যান। উদীয়মান এই ভলিবল খেলোয়াড় নিখোঁজের বিষয়ে পুলিশের কাছে দায়ের করা হয়। জানা যায় সেপকোর বাসিন্দা সমীরের বন্ধু সেনাকর্মী শিবনাথ শাসমল সমীরকে শনিবার বিকেলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না সমীরের। স্বভাবতই সন্দেহ যায় শিবনাথের উপর। পুলিশ শিবনাথ সহ তার স্ত্রী ও সুমন ভুঁইয়া নামে অপর এক যুবকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। এর মধ্যে শিবনাথের বাড়ি থেকে সমীরের ফোনটিও উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে শিবনাথ জানায় সমীর তার বাড়িতে এসেছিল ঠিকই। কিন্তু রাত ১টা নাগাদ সুমন তাকে গাড়িতে করে বাড়ির কাছে ছেড়ে দিয়ে আসে। এরপর কি হয় তা শিবনাথের আর জানা নেই।
তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের মাঝে সমীরের মোবাইলে ব্যাংক থেকে মেসেজ ঢোকে যাতে দেখা যায় সমীরের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালান্স চেক করা হয়েছে কয়েকবার। এই সুত্র ধরেই পুলিশ এগোতে থাকে। আর সুত্র ধরেই পুলিশ জানতে পারে সমীর দিল্লিতে আছে। এদিকে গতকাল সমীর দিল্লির পানিপথে দিদির বাড়ি থেকে নিজের বাড়িতে ফোনে যোগাযোগ করে। সমীরের ফোন পাওয়ার পর সেই বিষয়টি পুলিশকে জানায় সমীরের পরিবার। এরপর পুলিশ সমীরের সাথে যোগাযোগ করে আর তাকে দুর্গাপুরে ফিরতে বলে।
সুত্র মারফত জানা গিয়েছে, সমীরের অনেক ধার দেনা হয়ে গিয়েছে আর সম্ভবত: পাওনাদারদের চাপ এড়াতেই সে দিল্লি চলে যায়। তবে সমীরের এই অন্তর্ধানের পিছনে আসল কারনটি কি তা জানা যাবে সমীর ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় পুলিশ।