দম্পতির বাড়ি আটকে রাখার বিস্ফোরক অভিযোগ দুর্গাপুরের প্রাক্তন পুরমাতার বিরুদ্ধে
আমার কথা, দুর্গাপুর, ২৬ জুনঃ
বৃদ্ধ দম্পতির বাড়ি ভাড়ায় নিয়ে তা আটকে রেখে দেওয়ার অভিযোগ উঠলো দুর্গাপুরের ২৭নং ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা ছবি নন্দী ও তাঁর মেয়ে ‘ইসিতা নন্দীর বিরুদ্ধে। অভিযোগ আনেন এনআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক সত্যনারায়ণ সরকার। বিষয়টি নিয়ে পুলিশের দ্বাস্থ হয়েছেন ওই দম্পতি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ছবিদেবী
সত্যনারায়ন সরকার জানান, বেনাচিতিতে ২৬০০ স্কোয়ার ফুটের একটি বাড়ি ২০২২ সালের মার্চ মাসে ভাড়া দেন প্রাক্তন পুরমাতা ডাঃ ছবি নন্দী ও তাঁর মেয়েকে। মাসিক ৪০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে বাড়িটি নিয়ে একটি ক্লিনিক করে। সত্যনারায়নবাবুর অভিযোগ প্রথমে সব ঠিক্টহাকই ছিল। ছবিদেবী ভাড়াও ঠিক মতোই দিচ্ছিলেন। কিন্তু গত সাত আট মাস ধরে তিনি ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। বাড়িটি ছাড়তে বললে তিনি বাড়িও ছাড়ছেন না। শুধু তাই নয় শাসকদলের প্রভাব খাটিয়ে ওই অবসরপ্রাপ্ত অধ্যাপককে শাসাচ্ছেন, সাথে মানহানি মামলা করার হুমকিও দিচ্ছেন।
বয়স্ক দম্পতি দুজনেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তাঁরা বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছেন, সংবাদ মাধ্যমের দ্বারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছেন সত্যনারায়ন বাবুর স্ত্রী সুলেখা সরকার।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডাঃ ছবি নন্দী। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। তিনি কোনো ভাড়া বাকি রাখেননি। তাঁকে বদনাম করার জন্য চক্রান্ত করা হচ্ছে।
দুর্গাপুর নগরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন ছবি নন্দী একজন ডাক্তার ও স্বনামধন্য ব্যক্তিত্ব, তার বিরূদ্ধে অভিযোগ উঠলে তা প্রমান করতে হবে, তবে এক্ষেত্রে নগর নিগমের কিছু করার নেই বলে জানান তিনি।