‘দুর্গাপুর সম্মান’ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করতে আসছেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুনঃ
‘দুর্গাপুর সম্মান’ দুর্গাপুরবাসীর কাছে এ এক অন্য পাওনা। দুর্গাপুর শিল্পাঞ্চলে বসবাসকারী মানুষজন যারা নিজ গুণে নিজেদের কর্মক্ষেত্রে দক্ষতার ছাপ রাখছেন এরকম গুনীজনদের সম্মান জানাতে দুর্গাপুর ‘ক্লাব সমন্বয়’ এর উদ্যোগ এই ‘দুর্গাপুর সম্মান’। এ বছর এই উদ্যোগের দ্বিতীয় বর্ষপূর্তি। যাদের এ বছর এই ”দুর্গাপুর সম্মান’ দ্বারা সম্মানিত করা হবে তাঁরা হলেন, দুর্গাপুরের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের প্রিন্সিপাল পাপিয়া মুখার্জি, শিল্পাঞ্চলের বিশিষ্ট উদ্যোগপতি প্রয়াত বলরাম দে ও সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র শর্ট ফিল্ম নির্মাতা দীপান্বিতা সেনগুপ্ত।
১লা জুলাই দুর্গাপুরের রূপকার বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এই দিনটি দুর্গাপুরবাসীদের কাছে এক আবেগের দিন। এই দিনে শিল্পাঞ্চলে নানা স্থানে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রয়াত মুখ্যমন্ত্রীকে স্মরণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এহেন দিনটিকেই তাই ক্লাব সমন্বয়ের সদস্যরা বেছে নিয়েছে ‘দুর্গাপুর সম্মান’ সেই সব মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য যারা এই শহরকে তাদের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন দক্ষতার সাথে। তবে শুধু দুর্গাপুর সম্মান নয়। এদিন আরো একটি বিশেষ সম্মানের কথা ভেবেছে ক্লাব সমন্বয়। তা হল সাহসিকতার জন্য বিশেষভাবে সম্মানিত করা হবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শ্রীপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেঘনাদ মন্ডলকে। সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ১লা জুলাই এক সন্ধ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য এদিনের অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করতে এদিন উপস্থিত থাকবে তাঁর গানের ডালি নিয়ে। এছাড়াও উপস্থিত থাকবেন এই শহরের বিশিষ্ট জনেরা। দুর্গাপুর সম্মান এর সাথে শ্রীকান্ত সন্ধ্যার সাক্ষী থাকতে যে আমন্ত্রণ পত্রের ব্যবস্থা করা হয়েছে তা সংগ্রহ করা যেতে পারে সিটিসেন্টারের ‘মাঙ্গলিক’-এ।