অমানবিক হাসপাতাল, সংকটজনক শিশুর পরিবারকে হাসপাতালে ঢুকতে বাধা, মারধর
আমার কথা, দুর্গাপুর, ১ জুলাই:
অমানবিকতার অভিযোগ দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে সংকটজনক অবস্থায় লড়াই চালাচ্ছে একটি শিশু আর সেই শিশুকে দেখতে বাধা পেল তার পরিবার আর সেই বাধা এলো হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।
পান্ডবেশ্বরের বাসিন্দা স্বস্তি কুমারী(১০) জ্বর নিয়ে গতকাল অর্থাৎ রবিবার ভর্তি হয় শোভাপুরের ওই বেসরকারী হাসপাতালে। এরপর সোমবার সকাল থেকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেলে শিশুর পরিবারকে হাসপাতালের তরফে জানানো হয় স্বস্তিকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পরেই শিশুর পরিবার একবার তাকে দেখতে চাইলেই বিপত্তির শুরু হয়৷ অভিযোগ হাসপাতালের ভিতর ঢুকতে বাধা দেয় হাসপাতালের নিরাপত্তারক্ষী। শুধু তাই নয় স্বস্তির পরিবারকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনার পরে কান্নায় ভেঙ্গে পড়ে স্বস্তির পরিবার। খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ। কিন্তু পুলিশের চেষ্টাতেও পরিস্থিতি শান্ত হয় না। স্বস্তির পরিবার প্রশ্ন তুলছেন কেন তাদের হাসপাতালের ভিতর ঢুকতে বাধা দেওয়া হচ্ছে? তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ কিছু কি লুকোতে চাইছে?
তাদের আবেদন, যদি স্বস্তির শারীরিক অবস্থার অবনতি হলে তারা তাদের শিশুকে অন্যত্র নিয়ে যেতে চান।
এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটিকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মারধরের বিষয়টি অস্বীকার করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।