সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, মারের চোটে হাসপাতালে ভর্তি হলেন যুবক
আমার কথা, অন্ডাল, ৬ জুলাই:
মারমুখি সিভিক ভলেন্টিয়ার্স এর হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এক যুবককে। আহত যুবকের নাম জয় কুমার। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্ এর নাম সঞ্জয় সিং। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে কাজোড়া বাজারে।
ঘটনা সূত্রে জানা গেছে কাজোরার মধুসূদনপুরের বাসিন্দা পেশায় গ্যারেজ মিস্ত্রি জয় কুমার বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে কাজোরা বাজারে যান। হঠাৎই দেখেন সেখানে তার এক বন্ধুকে মারতে উদ্ধত হয়েছে কর্মরত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সিং। বন্ধুকে বাঁচাতে মধ্যস্থতা করতে যান জয়। এতে বিরক্ত হয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় চড়াও হয় জয়ের উপর। বেধড়ক মারধর করা হয় তাকে। চড় ঘুষির ফলে জয়ের মাথা, মুখ ও বুকে আঘাত লাগে। আহত সঞ্জয়কে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আঘাত গুরুতর থাকাই সেখান থেকে তাকে রেফার করা হয়। শুক্রবার স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে জয়ের।
আহত জয়ের দাদা অজয় শনিবার জানান সিভিক ভলেন্টিয়ার্স এর মারের ফলেই ভাই এর গুরুতর চোট লাগে। অভিযুক্ত সিভিক এর বিরুদ্ধে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু থানা থেকে কোন রিসিভ কপি দেওয়া হয়নি। তাই whatsapp এর মাধ্যমে এসএমএস করে মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানো হয়। অভিযুক্ত সিভিক সঞ্জয় অথবা অন্ডাল থানা থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে। সিভিকের এরূপ আচরণে ক্ষোভ তৈরি হয়েছে এলাকাতে।