আইন হাতে তুলে না নিয়ে ছেলেধরা সন্দেহে যুবককে তুলে দেওয়া হল পুলিশের হাতে
আমার কথা, পান্ডবেশ্বর, ৯ জুলাই:
ছেলে ধরা সন্দেহ ছড়ালো আতঙ্ক। সন্দেহভজন একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার নবগ্রামের বাউরি পাড়াতে ল।
সম্প্রতি রাজ্যজুড়ে বেড়েছে ছেলে ধরা সন্দেহের আতঙ্ক। আর এই আতঙ্কের জেরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই চিত্র যখন রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে উলটো ছবি দেখা গেল খনি অঞ্চলে। পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রামে সোমবার রাতে স্থানীয় বাউরি পাড়াতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন। তাদের কাছে বড় একটি ব্যাগ জাতীয় জিনিস থাকায় ছেলে ধরা সন্দেহ ছড়ায়। স্থানীয়রা আগন্তুকদের দেখে চিৎকার করলে পাড়ার অন্যান্যরা বেরিয়ে আসেন ঘটনাস্থলে। এই সুযোগে একজন পালিয়ে যায়। অপরজনকে ধরে ফেলে স্থানীয়রা। জানা যায় ওই ব্যক্তির নাম অনুজ পাসওয়ান, নবগ্রাম সংলগ্ন বাঁকোলা ইন্দিরাচক এলাকার বাসিন্দা। আটক ব্যক্তির কথাবার্তাতে অসংলগ্নতা দেখে স্থানীয়দের তাকে ছেলে ধরা বলে সন্দেহ হয়। অনুজকে আটকে রাখে স্থানীয়রা। কিন্তু গণপিটুনির রাস্তায় না গিয়ে তাঁরা খবর দেয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আটক অনুজ পাসওয়ানকে উদ্ধার করে থানাতে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।