সিটি সেন্টার এলাকা দখল মুক্ত করতে নামলো এডিডিএ
আমার কথা, দুর্গাপুর, ৯ জুলাইঃ
দুর্গাপুরে সিটি সেন্টার চত্বরে মঙ্গলবার সকাল থেকে শুরু হল উচ্ছেদ অভিযান। আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের পক্ষ থেকে এদিন এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এডিডিএ এর আধিকারিকদের সাথে রয়েছে দুর্গাপুর থানার পুলিশ।
গত ১৯ জুন থেকে এডিডিএ এর চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত। দিনের শুরুতেই সেদিন সাফ জানিয়ে দিয়েছিলেন দুর্গাপুর শহরকে দখলমুক্ত করা হবে। কোনো জবরদখল মেনে নেওয়া হবে না। তাঁর মধ্যেই নবান্ন থেকে মুক্য্যমন্ত্রীও প্রশাসনকে স্পষ্ট করে বলে দেন রাজ্যে যে সমস্ত সরকারী জায়গা দখল হয়ে গেছে সেগুলি যেন দখলমুক্ত করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই প্রশাসন আরো নড়েচরে বসে। দুর্গাপুরও তার ব্যাতিক্রম নয়। ইতিমধ্যেই সিটিসেন্টারের বিভিন্ন এলাকায় দখলদারদের নোটিশ দেওয়া হয় এডিডিএ এর যে জায়াগ তাঁরা দখল করে বসে আছেন সেগুলি ছেড়ে দেওয়ার জন্য। নোটিশ পেয়ে সিটিসেন্টারের কিছু জায়গায় যারা দখল করে ব্যবসা করছিলেন সেই সমস্ত অস্থায়ী দোকানপাট তার সরিয়ে নিয়ে যান নিজেদের উদ্যোগেই। কিন্তু এরপরেও যারা জায়গা ছাড়েননি সেই সব জায়গা সখল মুক্ত করতে এদিন সকাল থেকেই উদ্যোগ নেয় এডিডিএ। সিটিসেন্টার বাস স্ট্যান্ড, স্মার্ট বাজারের আশেপাশের জায়গাগুলির যে সকল অস্থায়ী কাঠামো রয়েছে সেগুলি ভেঙ্গে ফেলার সাথে সাথে যারা এখনও পর্যন্ত্য জায়াগ জুরে বসে ছিলেন তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে সকাল থেকে। তবে এবারের এই উচ্ছেদ অভিযানে কোনো রকম অশান্তির খবর নেই।
প্রসঙ্গতঃ গত শনবার গান্ধী মোড় সংলগ্ন যে বেসরকারী হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সামনের অস্থায়ী দোকানপাট ভেঙ্গে দেওয়া হয় এডিডিএ এর পক্ষ থেকে।