ফুটপাত চিহ্নিত করা নিয়ে সমস্যা, দোকান বন্ধ করে প্রতিবাদ
আমার কথা, অন্ডাল, ১১ জুলাই:
ফুটপাতের জমি চিহ্নিত করা নিয়ে অসন্তুষ্ট দোকানিরা। প্রতিবাদে বণিক সভার ডাকে ব্যবসা বন্ধ করে প্রতিবাদে সামিল হলো ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেল সব দোকানপাট। বৃহস্পতিবার উখড়া বাজারের ঘটনা।
মমতা ব্যানার্জির নির্দেশে সম্প্রতি রাজ্য জুড়ে ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। অন্ডাল ব্লকের উখরা বাজারেও রয়েছে একই সমস্যা। বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত ও প্রশাসন। স্থানীয় বাসিন্দা, ফুটপাত ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের সাথে একাধিকবার বৈঠক করেছেন তারা। সিদ্ধান্ত হয়েছে আপাতত রাস্তার দুদিকে যে নিকাশী নালা রয়েছে সেই অংশ ছেড়ে বসবে দোকানিরা। বুধবার থেকেই এই সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করা হয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা সেই সিদ্ধান্ত মেনে নিকাশী নালার দু’পাশ ছেড়ে বসতে শুরুতে করে বুধবার থেকে। কিন্তু এদিন বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই উখড়া বাজারের সমস্ত দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। চেম্বার অব কমার্সের নির্দেশেই তারা দোকান বন্ধ করেছে বলে জানায়।
কেন এই সিদ্ধান্ত এই বিষয়ে চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ সর্ফ বলেন বাজারের ফুটপাত দখল মুক্ত করার যে সিদ্ধান্ত পঞ্চায়েত নিয়েছে আমরা তার সাথে সহমত। কিন্তু নিকাশী নালার দুপাশ চিহ্নিত করার জন্য দোকান আসা-যাওয়ার রাস্তার মাঝ বরাবর ছোট খুটি বা পোল বসানো হচ্ছে তার বিরুদ্ধেই আমরা বাজার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ দোকান আসা যাওয়ার রাস্তার মাঝে পোল বসালে ক্রেতা আসা যাওয়া করবে কিভাবে ? সেই প্রশ্ন তোলেন মনোজ বাবু।
বণিক সভার অভিযোগ ভিত্তিহীন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানান উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে। তিনি বলেন দোকান আসা যাওয়ার রাস্তার মাঝে কোথাও পোল পোঁতা হচ্ছে না। যাদের এই কাজের বরাত দেওয়া হয়েছে ভুল করে সেই কাজ করে থাকলে সেই পোল তুলে নেওয়া হবে।
স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায় বলেন কোন আপত্তি থাকলে চেম্বার অব কমার্সের উচিত পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা। হঠাৎ বাজার বন্ধ করার সিদ্ধান্ত ঠিক নয়। হঠাৎ বাজার বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়েন বহু মানুষ। অনেকে বাজার করতে এসে ফিরে যান। সমস্যার সমাধানে দ্রুত আলোচনায় বসা হবে বলে জানান পঞ্চায়েত ও বণিক সবার আধিকারিকেরা।