অন্ডালের ‘অনাথ’ প্রশাসনের চোখে এখন ‘হিরো’
আমার কথা, অন্ডাল, ১৪ জুলাইঃ
শনিবার বেলা ১১ টা নাগাদ অন্ডালের ১২ নম্বর এলাকার বাসিন্দা জ্যোতি প্রসাদ (২৫) বিউটি (২০) ও প্রিয়াঙ্কা পাসওয়ান নদী পাড়ে রিলস করার জন্য ভিডিও তুলছিল। অসাবধানতার কারণে পা পিছলে নদীর জলে পড়ে যায় জ্যোতি, প্রিয়াঙ্কা ও বিউটি। জল থেকে প্রিয়াঙ্কা ও বিউটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা অনাথ বাউরী নামে এক যুবক। বিউটিকে মৃত বলে জানান চিকিৎসকেরা। ডুবুরি নামিয়ে শনিবার জ্যোতির খোঁজে শুরু হয় তল্লাশি। তবে এখনো তার খোঁজ পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে খবর।
এদিকে, দু’জনকে উদ্ধার করায় জন্য অনাথ এখন প্রশংসিত হচ্ছে সবার কাছ থেকে। অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন অনাথ সাহসিকতার পরিচয় দিয়েছে। নিজের জীবনের পরোয়া না করে সে দুজনকে উদ্ধার করেছে। একই কথা বলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়ও। তারা জানান উদ্ধারকাজ শেষ হলে সাহসিকতার জন্য অনাথকে প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে। অনাথ জানান সে অবিবাহিত। বাড়িতে মা, দাদা, বৌদি ভাইপো, ভাইজিরা রয়েছে। স্থায়ী কোন কাজ নেই, দাদার দোকান আছে। সেই দোকানে ফাই ফমাস খাটার কাজ করে সে। মানবিকতার খাতিরে সে উদ্ধার কাজে ঝাঁপিয়েছিল বলে জানান অনাথ।