উর্বশীর খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজার ঢাকে পড়লো কাঠি
আমার কথা, দুর্গাপুর, ১৪ জুলাইঃ
রথযাত্রার দিন থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যায় বাঙ্গালীর। খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দেন পুজোর উদ্যোক্তারা। বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম পুজো সিটি সেন্টারে উর্বশী সার্বজনীন দুর্গাপূজো। রবিবার সকালে তারই খুঁটিপূজো অনুষ্ঠিত হলো। এবছর ২১ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিবছরের মতো এ বছরও অভিনবত্ব থিমের আকর্ষণ দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিন খুঁটিপূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার , এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয় গাঙ্গুলী জানান এবছর তাদের থিম ‘এক টুকরো রাজস্থান’ । রাজস্থানের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরায় এবারের তাদের উদ্দেশ্য। ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে এ বছর পূজোয় বলে জানান