চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব এর খুঁটি পুজো
আমার কথা, দুর্গাপুর, ১৬ জুলাই:
সংবাদদাতা প্রণয় রায়
দুর্গাপুর এর অন্যতম বৃহত্তম শারদীয়া দুর্গাপূজা চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব এবার ৩৭ বছরে পড়ল। উল্টোরথের দিন সকাল সাড়ে দশটায় খুঁটিপুজোর আয়োজন করা হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে দুর্গাপুজোর খুঁটি পোঁতার পুজো সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চতুরঙ্গ দুর্গাপুজোর সভাপতি ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান শ্রী কবি দত্ত সহ চতুরঙ্গ দুর্গাপুজো কমিটির সদস্য ও সদস্যারা। শ্রী কবি দত্ত আশা প্রকাশ করেন সবার সহযোগিতায় প্রতিবারের মত এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছরও যথেষ্ট জাঁকজমক ও আড়ম্বরের মধ্যে সম্পন্ন হবে।
পুজো কমিটির কার্যকরী সভাপতি শ্রী পরমব্রত চ্যাটার্জি বলেন অন্যান্য বছরের মত এবছরও পুজোমন্ডপ এর অলংকরণ এ বিশেষ আকর্ষণ থাকবে এবং এবছর পুজোর বাজেট ধার্য করা হয়েছে ৪৫ লক্ষ টাকা।