পানাগড়ে লরির ধাক্কায় গুরুতর জখম এক পুলিশকর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪জুলাইঃ
২নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লেন এক পুলিশকর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে কাঁকসা থানার অন্তর্গত পাঠানপাড়া এলাকায় পানাগড় বাইপাসে। তবে কোন থানায় ওই পুলিশকর্মী কর্মরত বা কোথাকার বাসিন্দা তা এখনই জানা যায়নি।
জানা গেছে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ দুর্গাপুরের দিক থেকে বর্ধমানমুখে বাইকে করে যাচ্ছিলেন রাহুল দাস নামে ওই পুলিশকর্মী। সেই সময় পেছন থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। এলাকাবাসীরা থানায় খবর দিলে কাঁকসা থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে ওই পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘাতক লরিটি। ঘাতক লরির খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।