স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে কিশোরীর মৃত্যু, উত্তেজনা, ভাঙচুর
আমার কথা, অন্ডাল, ১৯ জুলাইঃ
চিকিৎসায় গাফিলতির জেরে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠলো স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরার বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে। এতে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
অন্ডালের ময়রা এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রী সুস্মিতা বাউড়ি(১৩) বমি ও প্যাখানা জনিত সমিস্যা নিয়ে বৃহস্পতিবার ভর্তি হয় বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে। ছাত্রীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে সুস্মিতার চিকিৎসার পর তাঁকেবাড়ি নিয়ে চলে যেতে বলেন চিকিৎসক। আশ্বাস দেন সুস্মিতার শরীর ভাল হয়ে যাবে। কিন্তু সারা রাত সুস্মিতা অসুস্থতায় কাতরাতে থাকে। তাই আজ শুক্রবার সকাল ১০টা নাগাদ ফের তাঁকে বিশ্বেশ্বেরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই ছাত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু সেই সময় আর পাওয়া যায়নি। স্বাস্থ্যকেন্দ্রেই মৃত্যু হয় সুস্মিতার।
এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত ওই ছাত্রীর পরিবার। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের দায়িত্ব ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে সুস্মিতাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলেও তাকে ভর্তি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় কেন? এবং সারারাত অসুস্থ হয়ে পড়ায় ফের সকালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নিদান ডাক্তার বাবু। যদি কিশোরীর অবস্থা এতটাই সংকটজনক ছিল তাহলে কেন গতকাল তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়নি? এই নিয়েই এলাকার মানুষ ক্ষোভে স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এই ঘটনার চলে আসে অন্ডাল থানা ও উখড়া ফাঁড়ির পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
.