দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল আইএনটিইউসির
আমার কথা, দুর্গাপুর, ১৯ জুলাইঃ
কংগ্রেস শ্রমিক সংঠন আইএনটিইউসি সমর্থিত দুর্গাপুর নগর নিগমের ক্যাজুয়াল সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক মহা মিছিলের আয়োজন করা হয় শুক্রবার। এদিন সাফাই কর্মীদের সাথে নিয়ে মিছিলটি বের হয় গান্ধী মোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে, যেটি গিয়ে শেষ হয় দুর্গাপুর নগর নিগমের সামনে। এই মিছিলের নেতৃত্ব দেন ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন(আইএনটিউসি) এর সাধারন সম্পাদক সুভাষ সাহা ও আইএনটিউসি নেতা রজত দীক্ষিত।
নেতৃত্বের অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে দুটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। একটি আসানসোল পুরসভা ও দ্বিতীয়টি হল দুর্গাপুর পুরসভা। কিন্তু এই দুই পুরসভার ক্যাজুয়াল সাফাই কর্মীদের দৈনিক বেতন ও বোনাসের মধ্যে রয়েছে ফারাক। আসানসোল পুরসভার তুলনায় দুর্গাপুর পুরসভার সাফাই কর্মীদের দৈনিক বেতন কম দেওয়া হয়। এই বেতন বৈষম্যের বিরুদ্ধেই মূলতঃ এদিনের প্রতিবাদ মিছিল।