ডেঙ্গু নিয়ে আসানসোল পুরসভায় প্রশাসনিক বৈঠক
আমার কথা, আসানসোল, ১৯ জুলাইঃ
ডেঙ্গু নিয়ে আসানসোল পৌরনিগমে এল প্রসাসনিক বৈঠক হয়ে গেল শুক্রবার। বর্ষা শুরু হতে না হতেই জেলা জুড়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিওও হছেন অনেকেই। তাই দেঙ্গুর প্রকোপে রাশ টানতেই মূলতঃ এদিনের বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, জেলাশাসক এস পোন্নমবলম।
আসানসোক পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন গত বছর আসানসোল পুরোনিগম এলাকায় ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত হয়েছিলেন বহু মানুষ। তাই এই বছর বর্ষা শুরু হতেই মানুষ যেনো ডেঙ্গুতে আক্রান্ত না হয় তাই এই বৈঠক ডাকা হয়েছিল।একই সাথে যে সব এলাকায় গত বছর প্রকোপ বৃদ্ধি হয়েছিল সেই এলাকাগুলো বেশি করে নজর দিতে হবে। পাশাপাশি যে সব এলাকা গুলোতে ডেঙ্গুর প্রকোপ কম ছিলো সেই এলাকায় যেনো ডেঞগু না হয় সেই দিকেও নজর রাখতে হবে। একই সাথে তিনি পুরুবাসীদের উদ্দেশ্যে এও আবেদন রাখেন যাতে খেয়াল রাখা হয় বাড়িতে জল জমে না থাকে আর বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।