পুজো কমিটির সদস্যদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক, কত অনুদান ধার্য হল?
আমার কথা, কাঁকসা, ২৩ জুলাই:
আর কয়েক মাস পরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবছর যাতে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় সেই বিষয়ে রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটি গুলিকে নিয়ে ভার্চুয়াল সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কাঁকসার বিডিও অফিস সংলগ্ন এস এইচ জি বিল্ডিংয়ে কাঁকসা ব্লকের সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়।উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের ১৭৩ টি পুজো কমিটির সদস্যরা। কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।এদিন অনুষ্ঠান শেষে কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির সদস্য বৈশাখী ব্যানার্জি জানিয়েছেন মুখমন্ত্রী সমস্ত পুজো কমিটি গুলিকে যে সমস্ত নির্দেশ দিয়েছেন।সেই নির্দেশ মেনে তারা এবং সকলেই পুজো করবেন।তবে এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো কমিটি গুলিকে অনুদান হিসেবে ৮৫ হাজার টাকা করে দিচ্ছেন।এই খবরে সকলেই খুশি হয়েছেন।কারণ অনেক দুর্গাপুজো কমিটি আছে যারা এই অনুদান পেয়ে ভালোভাবেই পুজো করতে পারবে।কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন।তিনি যে সমস্ত গাইডলাইন দিয়েছেন সেটা মেনেই এবার পুজো হবে।
কাঁকসার বিডিও পর্ণা দে জানিয়েছেন সারা রাজ্যের পাশাপাশি তারাও ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন।কাঁকসা থেকে সমস্ত পুজো কমিটি গুলি সহ প্রশাসনের বিভিন্ন দফতরের অধিকারীকরাও উপস্থিত ছিলেন।সরকারি ভাবে মুখ্যমন্ত্রী যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনেই কাঁকসার সমস্ত পুজো কমিটি গুলি এবার পুজো করবেন বলে জানিয়েছে।