দুর্গাপুরে হাসপাতালে চাকরী দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ওয়ার্ড বয়
আমার কথা, দুর্গাপুর, ২৭ জুলাই:
হাসপাতালে চাকরী দেওয়ার নামে কয়েকজন যুবকের থেকে টাকা নিয়ে প্রতারনা করার অভিযোগে ওই হাসপাতালেরই এক ওয়ার্ড বয়কে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর এলাকার। ধৃতকে পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা আনিসুর রহমান(২৪) দুর্গাপুরের বিধাননগরে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরী করেন। ওই হাসপাতালেরই বিভিন্ন বিভাগে চাকরী করে দেওয়ার নামে হাওড়ার দুই যুবক ও দুর্গাপুরের এক যুবকের থেকে লক্ষাধিক টাকা ঘুষ নেয় বলে অভিযোগ। কিন্তু চাকরী না মেলায় প্রতারিতরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে৷ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আনিসুর রহমানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার অভিযুক্ত ওয়ার্ড বয়কে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পেশ করে। অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৪১৯/৪২০/৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। বিচারক ধৃতকে দুদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।