পরিত্যক্ত সরকারী জায়গাট পড়ে প্রচুর ভোটার কার্ড, নির্বাচনী নথি, চাঞ্চল্য
আমার কথা, লাউদোহা, ২৯ জুলাই:
সোমবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের হেতেডোবা এলাকায় সরকারি ভোজ্য নিষ্কাশন প্রকল্প চত্বরে পড়ে থাকতে দেখা যায় প্রচুর পরিমাণ ভোটার কার্ড, নির্বাচন সংক্রান্ত নথি ও বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পড়ে থাকা ভোটার কার্ড, নির্বাচন সংক্রান্ত নথি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। কোথা থেকে কিভাবে এত পরিমান ভোটার কার্ড, নির্বাচন সংক্রান্ত নথি কে বা কারা এখানে ফেলে গেল তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতা ছোটন চক্রবর্তী বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল যে চুরি করে জিতেছে এটা তারই প্রমাণ। নির্বাচনের সময়ই আমরা অভিযোগ করেছিলাম বিরোধীরা যাতে ভোট দিতে না পারে সেই জন্য বিরোধী ভোটারদের কাছ থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিনের ঘটনা আমাদের অভিযোগকে স্বীকৃতি দিল বলে দাবি করেন ছোটন বাবু। বিজেপি নেতার অভিযোগ কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
শাসক দলের জেলা নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। লজ্জাজনক পরাজয় এখনো তাদের হজম হয়নি, তাই ঘটনার সত্যতা যাচাই হওয়ার আগেই তারা হইচই শুরু করেছে। প্রশাসন নিশ্চয়ই ঘটনার তদন্ত করবে এবং সেই তদন্ততেই প্রমাণ হবে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সুজিত বাবু।
অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন উদ্ধার হওয়া ভোটার কার্ড, নথি নিয়ে তদন্ত শুরু হয়েছে।