কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
আমার কথা, আসানসোল, ২৯ জুলাই:
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। উপাচার্যের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখার্জীর নেতৃত্বে এই বিক্ষোভ হয়।অভিযোগ উপাচার্যের অফিসে আলো ও পাখা বন্ধ করিয়ে বিক্ষোভ দেখায়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য বেরোনোর সময় গো ব্যাক শ্লোগান দেওয়া হয়।এমনকি উপাচার্যের গাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা শুয়ে বিক্ষোভ দেখায়। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যায়। তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৫০ লক্ষ টাকা আইনী খাতে খরচ করা হয়েছে। অবিলম্বে সেই টাকা ফেরতের দাবি জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ।এই দাবিতে বিগত ১৮ দিন ধরে এই দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন তৃণমূল ছাত্র পরিষদ।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিষ বন্দ্যোপাধ্যায় বলেন এদিনের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে তিনি কোনো কাজ করতে পারেননি।এমনকি তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা।