শ্যালিকাকে শ্লীলতাহানি ও প্রতারনার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের দাপুটে বাম নেতা
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুলাই:
নিজের শ্যালিকার সাথে প্রতারণা সহ তাঁর উপর শারীরিক অত্যাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার হলেন এক দাপুটে বাম নেতা। ওই বাম নেতার কঠোর শাস্তির দাবি জানান তাঁর শ্যালিকা। অভিযোগ মিথ্যা বলে দাবি করছে সিপিএম।
দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের সগরভাঙ্গা গ্রামের মুসলিম পাড়ায় দাপুটে বাম নেতা হিসেবে পরিচিত এই সেখ মতলব আলি। তারই শ্যালিকা থাকতেন বীরভূমের দুবরাজপুরে। ২০১৫ সালে স্বামী মারা যান। এরপর থেকেই জামাইবাবুকে নিজের অভিভাবকের মতো দেখতে শুরু করেন ওই মহিলা। মতলব আলির কাছে ১৫ লক্ষ টাকা, বাড়ির দলিল ও কয়েক ভরি সোনার গয়নাও গচ্ছিত রাখেন তার শ্যালিকা। কিন্তু সমস্যা তৈরী হয় যখন ওই মহিলা মতলব আলির কাছে তার গচ্ছিত অর্থ ও গয়না ফেরত চান৷ রবিবার সমস্ত কিছু ফেরত দেওয়ার জন্য শ্যালিকাকে ডেকে পাঠান দুর্গাপুর পূর্ব ২- এর সিপিএমের এরিয়া কমিটি তথা কৃষকসভার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সেখ মতলব আলি৷ বাড়িতে গেলে টাকা গয়না ফেরত দেওয়া তো দূর উলটে তার শ্লীলতাহানি করেন ওই বাম নেতা বলে অভিযোগ। সাথে এও অভিযোগ উঠছে ওই মহিলার সন্তানকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন মতলব আলি। এরপরেই মতলব আলির নামে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর শ্যালিকা। মতলব আলিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, এই বাম নেতার পাশে দাঁড়িয়েছে দল। সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ বসু বলেন, “মতলব আলিকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। দল এর জন্য আইনানুগ ব্যবস্থা নেবে।”
অন্যদিকে তৃণমূলের ৩ নং ব্লক সভাপতি ভীমসেন মন্ডল বলেন, “মতলব আলি তাঁর শালীর সাথে যে ব্যবহার করেছেন আমরা তা সমর্থণ করি না। আইনের উপর আমাদের ভরসা আছে। আইন আইনের কাজ করবে।”