বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৩০ জুলাই:
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক পাসে এবার নিয়োগের সুযোগ সামনে এল। বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।
শূন্যপদ
বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ দেওয়া হবে।
প্রায় ৭০০ শূন্যপদে বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল বাঁকুড়া জেলা প্রশাসন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা জানা প্রয়োজন।
বয়সসীমা
এই পদে ৩০ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পরীক্ষা
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।
■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
■ পাটিগণিত – ২০ নম্বর
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
■ ইংরেজি – ২০ নম্বর
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর
আবেদন পদ্ধতি
এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। এরজন্য জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রার্থীদের নিজের সংশ্লিট এসডিপিও অফিসে গিয়ে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে। ব্লক ভিত্তিক ভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২৪।