প্রবল বৃষ্টিপাতে আসানসোলে জলে ডুবে মৃত্যু তিনজনের
আমার কথা, আসানসোল, ৩ আগস্ট:
দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে এখনো পর্যন্ত্য জলে ডুবে মৃত্যু হয়েছে তিনজনের বলে জানালেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ মৃত তিনজনেই আসানসোলের বাসিন্দা। মৃতরা হলেন চঞ্চল বিশ্বাস(৫৯), রোহিত রায়(২৯) ও গৌরব রায়(৩৯)।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতে গাড়ুই নদী উপচে পড়ে জলে। কল্যানপুর হাউজিং এলাকায় এই নদীর জল ব্রিজের উপর দিয়ে বইছিল। শুক্রবার সকাল থেকেই ওই সেতুর উপর দিয়ে স্থানীয়রা যাতায়াত বন্ধ করে দেন। সন্ধ্যের দিকে সুগমপার্কের বাসিন্দা পেশায় সরকারি কর্মচারী চঞ্চলবাবু গাড়ি নিয়ে ব্রিজ পার হওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়দের নিষেধ সত্বেও তিনি তা শোনেননি এরপরেই জলের তোড়ে গাড়ি সহ তিনি ভেসে যান। খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করলেও। রাতে তাঁর আর খোঁজ মেলেনি৷ এরপর আজ শনিবার সকালে কল্যানপুর হাউসিং ও রেলপারের মধ্যবর্তী এলাকায় গাড়ি সহ চঞ্চলবাবুর দেহ উদ্ধার হয়।
অপরদিকে, আসানসোলের ডিপোপাড়ার কে এস রোডের বাসিন্দা রোহিত রায় নিজের বাড়ির কাছাকাছি গাড়ুই নদীর উপর একটি অস্থায়ী সেতু পারপারের সময় পা হড়কে নদীতে পড়ে যান। পরে আজ ভোরে জাতীয় সড়কের কাছে কাল্লা মোড়ে গাড়ুই নদী থেকে রোহিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি রাহালেনের বাসিন্দা পেশায় ইসিএল কর্মী গৌরব রায় বাইকে করে শুক্রবার বাড়ি থেকে কালিপাহাড়ি কোলিয়ারি নিজের কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। কালিপাহাড়ির কাছে কালিপাহাড়ি রেলব্রিজ দিয়ে বাইক নিয়ে পার হওয়ার চেষ্টা করতেই জলের স্রোতের তীব্রতার কারনে বাইক সহ ভেসে যান তিনি৷ এরপর আজ সকালে রেলব্রিজের থেকে কিছুটা দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷
এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, প্রবল বৃষ্টিপাতের জেরে এই তিনজনের মৃত্যু হয়েছে৷ খুবই মর্মান্তিক ঘটনা।