টানা বৃষ্টিপাতের জেরে ভেঙ্গে গেল জয়দেব কেঁদুলী ফেরিঘাট
আমার কথা, বীরভূম, ৪ আগস্ট:
ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী ফেরিঘাট ভেঙ্গে যাওয়ায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী সংলগ্ন অজয় নদের ফেরিঘাট আজ বিকেলে ভেঙে গেছে। ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। এই ফেরিঘাট ভেঙ্গে যাওয়ার জন্য এই মুহূর্তে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। জয়দেব কেন্দুলি ফেরিঘাটের উপর দিয়ে বিপদসীমার ওপরে জল বয়ে যাচ্ছে। জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁটির প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে কোন সাধারণ মানুষ যানবাহন নিয়ে বিপদে না পড়ে। ফেরিঘাট ভেঙ্গে যাওয়ায় এখন একমাত্র উপায় ইলামবাজার ব্রিজ অথবা পাণ্ডবেশ্বর একমাত্র যোগাযোগ ব্যবস্থা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের। তবে সুখের কথা এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়েই একমাত্র ভরসা….