পানাগড় বাজারে জাতীয় সড়কের ধারে জবরদখল উচ্ছেদ অভিযানে এডিডিএ
আমার কথা, পানাগড়, ৪ আগস্ট:
গত কয়েকদিন আগে পানাগড় বাজারে নিকাশিনালা নির্মাণের কাজ সম্পন্ন করতে গিয়ে ব্যবসায়ীদের দ্বারা বাধার মুখে পড়তে হয় আধিকারিকদের।তাই বাধ্য হয়ে প্রশাসনের বিভিন্ন দফতরের একটি দল আসরে নামে। যে ব্যবসায়ীরা পুরাতন জাতীয় সড়কের অংশের উপর দোকান বানিয়েছেন ফিতে ফেলে মাপ করে কতটা জায়গা তারা দখল করে রয়েছে তা দেখিয়ে দেওয়া হয়, সাথে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয় সেই দখল করে রাখা জায়গা ছেড়ে দেওয়ার জন্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল ব্যবসায়ীদের যে, রাস্তা না ছাড়লে প্রশাসনের পক্ষ থেকে তা ভেঙে দেওয়া হবে এবং তার উপর দিয়ে নিকাশিনালা নির্মাণ করা হবে। সেইমত রবিবার থেকে দোকান ভাঙার কাজ শুরু হয়।
প্রসঙ্গত:- পানাগড় বাইপাস শুরু হওয়ার পর পানাগড় বাজারের পুরাতন জাতীয় সড়ক পূর্ত দফতরের অধীনে চলে আসে। পানাগড় বাজারের সৌন্দর্যায়নের জন্য ও নিকাশি ব্যবস্থা আরো উন্নত করার জন্য রাস্তার ধারে বড় নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয় পানাগড়ের রণডিহা মোড় থেকে পানাগড় বাজারের ডিভিসি সেচ খাল পর্যন্ত। আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সেই নিকাশিনালার কাজ শুরু হতে ব্যবসায়ীদের দ্বারা বাধার মুখে পড়তে হয়।