চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজে, বন্যার আশঙ্কা? পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার
আমার কথা, দুর্গাপুর, ৪ আগস্ট:
মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে রবিবার সকালে জল ছাড়া হয়েছে। মোট জল ছাড়ার পরিমান ১ লক্ষ ২০ হাজার কিউসেক৷ সেই জল জমা আছে দুর্গাপুর ব্যারেজে। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে এদিন বেলা ১১ টায় জল ছাড়া হয়েছে মোট ৯৮,৫২৫ কিউসেক জল। এই জল ছাড়ার কারনে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রামে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
এভাবে চলতে থাকলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। প্লাবিত হতে পারে হাওড়া, হুগলি, দুই বর্ধমান জেলা ও বাঁকুড়া৷
এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুর্গাপুর ব্যারেজ ঘুরে গেলেন বাঁকুড়ার জেলাশাসক সৈয়দ এন, বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ বাঁকুড়া জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ঘুরে দেখেন ব্যারেজে জল ছাড়ার পরিস্থিতি সহ স্কাডা সেন্টার। এরপর সেচ দপ্তরের আধিকারিকদের সাথে তারা বৈঠকও করেন।
জেলাশাসক বলেন, “এখনো পর্যন্ত্য ডিভিসি যা জল ছেড়েছে তাতে বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখী দুটি ব্লকে উপর তার প্রভাব পড়েছেন এই দুই ব্লকের বেশ কিছু মানুষজনদের আমরা উদ্ধার করে অন্যত্র রাখার ব্যবস্থা করেছি। জল যদি আরো ছাড়া হয় তাহলে হয়ত অসুবিধা হতে পারে। তবে ইতিমধ্যেই আমরা প্রায় ২০ হাজার ত্রাণ কেন্দ্রের ব্যবস্থা করেছি”।
প্রসঙ্গত: শেষ পাওয়া খবরে রাত ৮ টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান জানা গিয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৫৯ কিউসেক।