দুর্গাপুরে জেলাস্তরে যোগাসন প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ৫ আগস্ট:
সংবাদদাতা: প্রণয় রায়
১৯৭৪ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। পরে বর্ধমান জেলা বিভক্ত হলে এই সংস্থার নাম হয় পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন।
এই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় তদানীন্তন মিস্টার জুনিয়র ইন্ডিয়া, বডি বিল্ডার এবং পাওয়ার লিফটার ও ক্রীড়া সংগঠক নির্মল কুমার সাহা সহ আরও অন্যান্য ক্রীড়াবিদ।
এই সংস্থার প্রাক্ সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ইস্পাতনগরীর বিধান ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হল জেলা যোগাসন প্রতিযোগিতা। সকাল নটা থেকে শুরু হওয়া এই বিশাল প্রতিযোগিতায় তিন বছর বয়স থেকে শুরু করে সত্তর বছরেরও বেশী বয়সী শিশু, কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে সারাদিন ধরে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সুব্রত রায় জানান এসোসিয়েশনের আসন্ন সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কোষাধ্যক্ষ তরুণ মুখার্জি জানান এ দিনের
প্রতিযোগিতায় এ জেলার বিভিন্ন যোগ ব্যায়াম ক্লাবের প্রায় তিনশ পঁচাত্তর জন প্রতিযোগী অংশ নেন।
পুরুষদের মধ্যে সেরার সেরা
যোগবিদ হন কিশান রাম ও মহিলাদের মধ্যে অনামিত্রা মুখার্জি।
দলগত বিভাগে বিজয়ী হয় দুর্গাপুর ফিটনেস একাদেমী।