খনি এলাকায় ক্রমাগত ধসে আতঙ্ক, অল্পের জন্য বাঁচলো স্কুল
আমার কথা, পান্ডবেশ্বর, ৬ আগস্ট:
কাজোরা, বহুলার পর এবার ধস নামলো হরিপুর এলাকাতে। মঙ্গলবার বিকেলে ধসের ঘটনাটি ঘটে হরিপুর হাট সংলগ্ন হিন্দি স্কুলের পাশে।
বৃহস্পতি ও শুক্রবার টানা বৃষ্টিপাতের পর খনি এলাকায় একাধিক জায়গায় ঘটেছে ধসের ঘটনা। গত শুক্রবার কাজোরা পঞ্চায়েতের খাস কাজোরা ১০ নম্বর পিট ও মাড়ওয়ারি কুঠি এলাকাতে ধসের কারণে বিশাল গর্তের সৃষ্টি হয়। শনিবার ধস নামে বহুলা গ্রামের বাদ্যকর পাড়া এলাকাতে। মঙ্গলবার ফের ধসের ঘটনা সামনে আসে। এদিন বিকেল চারটে নাগাদ ধসের কারণে গর্ত তৈরি হয় হরিপুর হাট সংলগ্ন হিন্দি স্কুলের পাশের এলাকাতে। স্থানীয় সূত্রে জানা যায় যে জায়গায় ধসের ঘটনাটি ঘটেছে সেটি ব্যক্তি মালিকানাধীন জমি। প্রায় ১৫ থেকে ২০ ফুট গর্ত তৈরি হয় মাটি বসে যাওয়ার কারণে। ঘটনাস্থলের ১০০ ফুটের মধ্যে রয়েছে হরিপুর হিন্দি হাই স্কুল। স্কুল চলাকালীন ধ্বস নামলে ছাত্র-ছাত্রীদের বিপদ ঘটতে পারতো বলে স্থানীয়দের আশঙ্কা। হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন আশে পাশে ইসিএল এর চালু ও বেশ কয়েকটি পরিতক্ত কয়লা খনি রয়েছে। খনি গর্ভে ঠিকমত বালি প্যাকিং না করার কারণেই এলাকায় মাঝে মধ্যে ধসের ঘটনা ঘটছে। ধসের ঘটনার কথা ইসিএল এর কর্মকর্তা ও বিডিও কে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি তাদের জানানো হয়েছে বলে জানান গোপীনাথ বাবু।