বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভের নেতৃত্বে দিলীপ ঘোষ
আমার কথা, দুর্গাপুর, ৬ আগস্ট:
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপির বিক্ষোভে নেতৃত্ব দিলেন দিলীপ ঘোষ। বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে এবং প্রতি তিন মাসের পরিবর্তে একমাসের বিল পাঠানোর দাবিতে এই বিক্ষোভ। বিধান নগরের বিদ্যুৎ দফতরের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি হয়।
অশান্তির আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মিছিল করে বিজেপির নেতা কর্মীরা দফতরের সামনে আসেন।
বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, ‘লক্ষ্মীর ভান্ডারের নামে ১০০০ টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদ্যুতের মাসুল বাড়িয়ে তার থেকে বেশি টাকা মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া।’ দিলীপ ঘোষ বলেন, ‘সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল সব থেকে বেশি। আমি নির্বাচনের সময় দেড় মাস বাড়ির বাইরে ছিলাম। অথচ সেই সময় তিন মাসে ৩৬ হাজার টাকার বিল পাঠানো হয় অর্থাৎ মাসে ১২ হাজার টাকা।’