আগস্ট আন্দোলনকে স্মরণ করে দুর্গাপুরে ফুটবল প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ৬ আগস্ট:
ঐতিহাসিক আগস্ট আন্দোলনকে স্মরন করে সিআইটিইউ অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টীল এমপ্লয়িজ ইউনিয়ন মঙ্গলবার সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটিকে স্মরন করে।
সকালে হিন্দুস্থান স্টীল এমপ্লয়িজ ইউনিয়নের দপ্তরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন সিটুর রাজ্যে সম্পাদকমন্ডলীর সদস্য বিশ্বরূপ বন্দোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সিটুর সর্বভারতীয় অন্যতম সাধারণ সম্পাদক ললিত মোহন মিশ্র সহ ইস্পাত নগরীর শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
দিনটিকে স্মরণ করে হর্সু মার্কেট, জব্বার বাগ ও আশীষ জব্বার ভবনেও শহীদ বেদিতে মাল্যদান করা হয়।
ইস্পাত নগরীতে সুস্থ সামাজিক ও ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ইস্পাত নগরীর লাল ময়দানে এক মাস ব্যাপি অনুষ্ঠিত শহীদ আশীষ জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলা আজকের দিনটিতে অনুষ্ঠিত হয়।
এদিনের এই খেলায় ভারতি ভলিবল ক্লাব ৩-০গোলে উখড়া ফুটবল এ্যকাডেমিকে পরাজিত করেন। জয়ী দলের হয়ে গোলগূলি করেন দীপেস মুর্মু (২)এবংসঞ্জয় কিস্কু((১)। আজকের খেলায় মাঠে ক্রীড়া প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও এদিন সন্ধ্যা বেলায় হিন্দুস্থান স্টীল এমপ্লয়িজ ইউনিয়ন দপ্তরে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে আজকের দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শ্রমিক নেতা কালি শংকর বন্দোপাধ্যায়, মলয় ভট্টাচার্য, সন্ধ্যা মন্ডল, সুবীর সেনগুপ্ত ও প্রদীপ সেন।