রেল দুর্ঘটনা আটকাতে দুর্গাপুরের ফুল ব্যবসায়ী যুবকের তাক লাগানো আবিষ্কার
আমার কথা, দুর্গাপুর, ৭আগস্ট:
সাম্প্রতিক কালে রেলে ঘটেছে একাধিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে রেল কর্মী থেকে শুরু করে সাধারণ যাত্রীর। রেলের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে দুর্গাপুরের এক যুবকের দাবী ম্যাগনেটিক সেন্সর প্রযুক্তির মাধ্যমে রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রমাণ হিসাবে ঐ যুবক তৈরি করে ফেলেছে একটি আস্ত মডেল।
গত ১৭ ই জুন উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় বহু যাত্রীর। এরপর ১৮ জুলাই উত্তর প্রদেশের গোড্ডাতে দুর্ঘটনার কবলে পড়ে চন্ডিগড় ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনে। ফের ৩০ শে জুলাই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনায় পড়ে মুম্বাই মেল। এর আগে ও পরেও দুর্ঘটনার শিকার হয় একাধিক যাত্রীবাহী ও মাল বহনকারী ট্রেন। পরপর দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের সুরক্ষা নিয়ে শাসক-বিরোধী তরজাও চলছে জোড় কদমে। রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে যখন চিন্তিত সাধারণ যাত্রী থেকে রেল বিশেষজ্ঞরা ঠিক সেই সময় ম্যাগনেটিক সেন্সর প্রযুক্তির ব্যবহারে রেল দুর্ঘটনা ১০০ শতাংশ এড়ানো সম্ভব বলে দাবি করলেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ ওরফ মনু।
দুর্গাপুরের দুপচুরুড়িয়া এলাকার বাসিন্দা বছর ২৭ এর ছোটন পেশায় ফুলের ডেকোরেশন ব্যবসায়ী। পরিবারে ছোটন ছাড়াও রয়েছে তার মা-বাবা ও দাদা। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া পড়া ছোটন শখের বিজ্ঞানী। বিভিন্ন ধরনের যন্ত্র ও মডেল তৈরি করা তার নেশা। একসাথে দশ জন শাওয়ারির বসার দুই চাকার ইলেকট্রিক বাইক, চন্দ্রযান ( থ্রি ), বিস্কুট দিয়ে রাম মন্দিরের মডেল তৈরি করে ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে ছোটন। সম্প্রতি সে তৈরি করেছে রেল দুর্ঘটনা এড়াতে ম্যাগনাইটিক সুরক্ষা পদ্ধতির মডেল। এই প্রযুক্তি ব্যবহার করলে রেল দুর্ঘটনা ১০০ শতাংশ এড়ানো সম্ভব বলে দাবি ছোটনের। প্রযুক্তিটির ব্যাপারে ছোটন জানান ম্যাগনেটিক সেন্সর লাগানো থাকলে একই লাইনের উপর দুটি ট্রেন চলে এলে তা ট্র্যাক করা যাবে। রেল চালকের কাছে সেই বার্তা পৌঁছানো মাত্র ইঞ্জিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অটো ব্রেক হয়ে দাঁড়িয়ে যাবে ট্রেন। এই অবস্থায় একই লাইনের উপর থাকা দুটি ট্রেনের একটি ট্রেন লাইন থেকে না সরা পর্যন্ত অন্য ট্রেনের ইঞ্জিন চালু হবে না। পাশাপাশি তিনি জানান বিভিন্ন দেশে সুরক্ষার জন্য ট্রেনে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়। কিন্তু সেন্সরের উপর জল, কাদা, ধুলো, বালির প্রলেপ পড়লে তখন সেন্সর কাজ করে না, ফলে এড়ানো যায় না দুর্ঘটনা। কিন্তু ম্যাগনেটিক সেন্সর এতটাই শক্তিশালী যে সব পরিস্থিতিতেই এই সেন্সর সক্রিয় থাকবে। ফলে দুর্ঘটনার পরিস্থিতি এড়ানো সম্ভব।
ছোটনের আবিষ্কার আগামী দিনে রেলের সুরক্ষায় কোন কাজে আসে কিনা এখন সেটাই দেখার ।