বাংলা ঝাড়খন্ড সীমানায় পাচারের সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার একজন
আমার কথা, আসানসোল, ১০ আগস্টঃ
পাচারের সময় বাস থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতিকে। শুক্রবার রাতে বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবরডিহি চেকপোষ্টের ঘটনা।
শুক্রবার গভীর রাতে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পশ্চিমবাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবরডিহি চেকপোষ্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল চারটি দেশি আগ্নেয়াস্ত্র ও ২- রাউন্ড কার্তুজ । পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেলিম আনসারী নামে এক দুষ্কৃতিকে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কুলটি) জাবেদ হুসেন জানান গিরিডি থেকে বাবুইঘাঁটি গামী একটি বাসে আগ্নেয়াস্ত্র পাচার হবে বলে সুত্র মারফত তাদের কাছে খবর সে। সেইমতো চেকপোষ্টে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় চারটি দেশী আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ। পাচার পাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সেলিম আনসারী নামে এক দুষ্কৃতিকে । তাকে শনিবার পেশ করা হয় আসানসোল জেলা আদালতে। কি কারনে আগ্নেয়াস্ত্র গুলি কোথায় পাচার করা হচ্ছিল ? তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।