রাস্তায় জমে রয়েছে বৃষ্টির জল, ডেঙ্গু ম্যালেরিয়ার আশঙ্কার আতঙ্কে স্থানীয়রা
আমার কথা, অন্ডাল, ১০ আগস্টঃ
স্থানীয় আনন্দ মোড় সংলগ্ন পাড়াতে রাস্তায় জমছে জল,আর সেই জমা জলে বাড়ছে সংক্রমণ রোগের আশঙ্কা । নিকাশী নালা না থাকার ফলেই এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত নিকাশী নালা তৈরি করা হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান।
ঢালাই রাস্তা আছে, কিন্তু নিকাশী নালা নেই। ফলে রাস্তার উপরেই জমছে বৃষ্টির জল । সেই জমা জলে পা ডুবিয়ে করতে হচ্ছে আসা-যাওয়া। জমে থাকা নোংরা জলে ডেঙ্গু ম্যালেরিয়ার মত সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কাও রয়েছে এমনই অবস্থা উখরা গ্রাম পঞ্চায়েতের আনন্দ মোড় এর বন্ধন ব্যাংক সংলগ্ন পাড়াতে। স্থানীয় বাসিন্দা উৎপল গড়াই, অলোক চৌধুরী, সুভাষ তেওয়ারিরা বলেন কেউ দশ, কুড়ি বছর কেউ আবার সাম্প্রতিককালে এই পাড়াতে বাড়ি তৈরি করে তারা বসবাস করছেন। আগে পাড়াতে ছিল মাটির কাঁচা রাস্তা। ফলে বর্ষাকালে বৃষ্টি হলে বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই জল শুকিয়ে যেত। গত বছর ডিসেম্বর মাসে পঞ্চায়েতের পক্ষ থেকে পাড়াতে ১০০ মিটার লম্বা ঢালাই রাস্তা তৈরি করা হয়। রাস্তা তৈরি হলেও রাস্তার পাশে নিকাশি নালা না করার ফলে তখন থেকে রাস্তার উপরে জল জমা শুরু হয়েছে। জল জমে থাকায় ঢালাই রাস্তার উপর যেমন শেওলা জমে রাস্তাটি বিপদজনক হয়ে উঠেছে, তেমনি জমা জলে মাছি, মশার লার্ভা জন্ম নিচ্ছে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া মত সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার আতঙ্কে বাসিন্দাদের দিন কাটছে বলে অভিযোগ করেন তারা। বাসিন্দারা জানান মাস তিনেক আগে জমা জলের সমস্যার বিষয়টি পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ তাদের।
অন্যদিকে পঞ্চায়েত প্রধান মিনা কোলে বলেন ওই পাড়াতে ঢালাই রাস্তার পাশে নিকাশি নালা তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে তা বাস্তবায়িত হয়নি। ওখানে নিকাশী নালা যাতে দ্রুত তৈরি করা যায় সেই ব্যাপারে উদ্যোগী হবেন বলে আশ্বাস দেন তিনি।