জামতাড়া গ্যাং এর শাখা খনি এলাকায়? গ্রেফতার ৩ সদস্য
আমার কথা, লাউদোহা, ১৩ আগস্টঃ
ফের খনি অঞ্চলে পুলিশের হাতে ধরা পরল জামতাড়া গ্যাং এর তিন সদস্য। সোমবার রাতে অভিযান চালিয়ে ইছাপুর এলাকার ভাড়া বাড়ি থেকে চক্রের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
সাইবার ক্রাইমে জড়িত থাকার অভিযোগে সারা দেশে নাম ছড়িয়েছে কুখ্যাত জামতাড়া গ্যাং এর। এবার তাদের শাখা ছড়িয়েছে খনি এলাকাতেও। ২১- শে জুলাই আসানসোল সাইবার থানার পুলিশের অভিযানে অন্ডাল থানার উখড়া গ্রামের সারদা পল্লী এলাকার একটি বাড়ি থেকে জামতাড়া গ্যাং এর ৩ সদস্য ধরা পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লাউদোহা (দুর্গাপুর ফরিদপুর) থানা এলাকা থেকে ধরা পরলো জামতাড়া গ্যাং এর তিন সদস্য। সোমবার গভীর রাতে লাউদোহা থানার ইছাপুরের উদিতা হাউসিং আবাসন এলাকায় অভিযান চালায় মেদিনীপুরের ঝাড়গ্রামের সাইবার ক্রাইম থানার পুলিশ। এই অভিযানে ধরা পড়ে বিকাশ দাস, আকাশ দাস, সুরজিৎ দাস নামে গ্যাং এর তিন সদস্য। ২০/২৫ দিন আগে তারা এই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এখানে বসেই তারা মোবাইলের ওটিপি জেনে নিয়ে ঝাড়গ্রামের একাধিক বাসিন্দার টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম সাইবার থানার পুলিশ। মোবাইল ফোন ট্যাপ করে তারা জানতে পারে লাউদোহা থানার ইছাপুর এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছে গ্যাং এর সদস্যরা। তারপরই পুলিশ অভিযানে নেমে তিন জনকে গ্রেফতার করে। এদের জিজ্ঞাসাবাদ করেই চক্রের বাকিদের সন্ধান মিলবে বলে আশা তদন্তকারীদের।