আরজি কর কান্ডের প্রতিবাদে পথে নামলেন দুর্গাপুরের চিকিৎসকরা
আমার কথা, দুর্গাপুর, ১৩ আগস্টঃ
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদের পারদ ক্রমশ চড়ছে। সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। পথে নেমে মূল অভিযুক্তের দোষীর শাস্তির দাবি জানাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। পিছিয়ে নেই শহর দুর্গাপুরও। এই শহরের বুকে রয়েছে বেশ কয়েকটা বেসরকারী ও একটি সরকারী হাসপাতাল। মঙ্গলবার এই সব হাসপাতালের চিকিৎসকরা আরজি কর কান্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এদিন শোভাপুর সংলগ্ন বেসরকারী হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সাথে ডাক্তারী পড়ুয়ারা মূলতঃ এই প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেন যাতে পা মেলান সরকারী ও অন্যান্য বেসরকারী হাসপাতালের চিকিৎসকরাও।
এদিন মিছিলটি সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে বের হয়, যা গিয়ে শেষ হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে। প্ল্যাকার্ড হাতে এদিন তাঁরা শান্তিপূর্ণ মিছিলটি করেন। তাঁদের অভিযোগ, তাঁরা মানুষকে রোগের হাত থেকে বাঁচান, কিন্তু তাঁরা না বাঁচলে তাঁরা রোগীদের বাঁচাবেন কি করে। তাই তাঁরা এদিন নিরাপত্তারও দাবি তোলেন। পাশাপাশি তাঁরা আরজি করের ঘটনার দ্রুত তদন্তের দাবি জানান।
প্রসঙ্গতঃ শোভাপুর সংলগ্ন ওই বেসরকারী হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সোমবার রাত থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। যতদিন প্রকৃত দোষী শাস্তি না পাচ্ছে ততদিন তাঁরা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান তাঁরা। তবে এই কর্মবিরতির কারনে ওই হাসপাতালে কোনো রোগীর চিকিৎসায় অসুবিধা হবে না কারন যারা সিনিয়র চিকিৎসক তাঁরা চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তাঁরা।