আরজি কর কান্ডের প্রতিবাদে পথে নামলেন বি এড পড়ুয়ারা
আমার কথা, অন্ডাল, ২১ আগস্টঃ
ঘটনার ১৩ দিন পরেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে আরজি কর কান্ড নিয়ে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সামিল হচ্ছে রাজনৈতিক দলগুলির পাশাপাশি অরাজনৈতিক সংগঠনগুলিও। বুধবার অন্ডালের একটি বেসরকারি বিএড কলেজের ছাত্র-ছাত্রীরা এদিন প্রতিবাদ মিছিল করে। প্রায় ১০০ জন অংশ নেই এদিনের প্রতিবাদ মিছিলে । মিছিলটি শুরু হয় অন্ডাল থানার সংলগ্ন বিএড কলেজ চত্বর থেকে। সার্ভিস রোড ধরে কাজোড়া মোড়, পাঁচ নম্বর এলাকা হয়ে বিএড কলেজে এসে শেষ হয় মিছিল। কলেজের শিক্ষক পড়ুয়া শান্তনু ভট্টাচার্য, রিনা রায়-রা বলেন আরজি কর মেডিকেল কলেজে যেভাবে তিলকত্তমা কে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদেই এদিনের মিছিল । নিরপেক্ষ তদন্ত, সমস্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে মিছিল থেকে।