অলিম্পিকের লক্ষ্যে দুর্গাপুরে ইস্ট জোন চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ২৪ আগস্টঃ
ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে শনি ও রবিবারের দুদিনের ইস্ট জোন চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মোট ৩৫০ প্রতিযোগী দুদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বিভিন্ন ক্যাটেগরিতে। প্রতিযোগিতায় বহু জাতীয় স্তরের ও রাজ্য স্তরের ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ১০০ জন অফিসিয়াল রয়েছেন প্রতিযোগিতাকে সুসম্পন্ন করতে। উদ্যোক্তারা জানান দেশের চারটি জোনের এই প্রতিযোগিতা সম্পূর্ণ হবে আগামী কয়েক মাসের মধ্যে, এরপর আগামী ডিসেম্বরে দিল্লির তালকোটারা স্টেডিয়াম ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগ দেশের সমস্ত ক্যারাটে ফেডারেশনকে জানানো হয়েছে জাতীয় স্তরে একটিমাত্র ক্যারাটে সংগঠন থাকলেই অলিম্পিক এর মত প্রতিযোগিতায় ভারত অংশ নিতে পারবে, জানিয়েছেন ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের কো-অর্ডিনেটর গোপাল চন্দ্র সরকার।