বিধাননগরে জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভে পিছু হঠতে হল এডিডিএয়ের আধিকারিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৭জুলাইঃ
জবরদখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে পড়তে হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের। তাঁরা জানান যে আগাম নোটিশ দেওয়া সত্বেও তাদের এই হয়রানির মুখে পড়তে হয়।
জানা গেছে, দুর্গাপুরের বিধাননগরে একটি বেদরকারী সুপার স্পেশালিটি হাসপাতালের আশেপাশে জায়গা দখল করে সেখানে গজিয়ে উঠেছে বহু দোকানপাট। আজ শুক্রবার সেই সমস্ত জবরদখল দোকানগুলি জেসিবি যন্ত্রের দ্বারা ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের।
আধিকারিকরা জানান যে, দখলদারদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যাতে তাঁরা দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যায়। সেই মতো আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু দোকানদাররা জানান যে, এই অবস্থায় তাদের দোকান ভাঙ্গা পড়লে তাদের সমস্যার মধ্যে পড়তে হবে। পথে ভিক্ষার ঝুলি নিয়ে বসতে হবে।
এই কারনে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন আধিকারিকদের সামনে। এমতবস্থায় বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় আধিকারিকদের।