বনধের দিন দুর্গাপুরে ভাঙ্গচুর, অশান্তির অভিযোগে গ্রেফতার ৯
আমার কথা, দুর্গাপুর, ২৯ আগস্ট:
বুধবার বনধের দিনে দুর্গাপুরে অশান্তি, ভাঙচুরের ঘটনায় ৯-জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের পেশ করা হয় আদালতে। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন।
আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার বাংলা বনধের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল শিল্পশহর দুর্গাপুর। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ শহরের বিভিন্ন জায়গায় শাসক বিরোধী সংঘর্ষে তেঁতে ওঠেছিল এলাকা। তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে বুধবার বিকেলে ডিএমসি মোড়ে। সে সময় আরজি কর কাণ্ডের প্রতিবাদে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর মিছিল চলছিল। উল্টো দিক থেকে মিছিল করে আসছিল শাসক দলের কর্মী সমর্থকরা। ডিএমসি মোড়ের কাছে দু’দল মুখোমুখি হলে প্রথমে দু’দলের সমর্থকদের মধ্যে বচসা বেঁধে যাই, তারপর সংঘর্ষ আকার নেই। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টির পাশাপাশি চলে বোমাবাজি, বলে অভিযোগ। এরপর ডিএমসি মোড় সংলগ্ন সিপিআইএম দলের একটি কার্যালয়ে ঘটে ভাংচুর, বোমাবাজির ঘটনা। তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সিপিএমের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সংঘর্ষে দু’দলেরই বেশ কয়েকজন আহত হয় বলে দাবি। ঘটনার তদন্তে নামে পুলিশ। বুধবার রাতেই শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৯-জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন।