সিবিআই এর ব্যার্থতা, তিলোত্তমার বিচার চেয়ে পথে কলেজ পড়ুয়ারা
আমার কথা, অন্ডাল, ৩০ আগস্ট:
এক পক্ষ কালের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ধোঁয়াশা কাটল না আরজি কর মেডিকেল কলেজের ডাক্তার পড়ুয়া তিলোত্তমার মৃত্যু রহস্য। একই সঙ্গে ধারাবাহিকভাবে চলছে ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি এখন বেশ উত্তপ্ত। বিজেপি সহ বিরোধীদের অভিযোগ ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও নৃশংস হত্যার জন্য দায়ী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে বিরোধী রাজনৈতিক দল গুলো। অবশ্য হাত গুটিয়ে বসে নেই শাসক দল। তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। বিষয়টি নিয়ে পথে নেমেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল দল। আন্দোলনে নেমেছে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপিও। শুক্রবার খান্দরা কলেজের গেটে সংগঠনের পক্ষ থেকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। অংশ নিয়েছিল টিএমসিপি সমর্থক পড়ুয়ারা। বিক্ষোভ কর্মসূচি চলে ১১ টা থেকে ১ টা পর্যন্ত। পড়ুয়াদের পক্ষে সুজাতা বাগদী বলেন কোটের নজরদারিতে ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সিবিআই এখনো নতুন কোন সাফল্য পাইনি। আমরা চাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেই দাবিতেই এই দিনের অবস্থান ধর্না বলে জানাই সে।