ভিন রাজ্যের নয়, স্থানীয়দের নিয়োগের দাবিতে সরব হল ‘বাংলা পক্ষ’
আমার কথা, পান্ডবেশ্বর, ২ সেপ্টেম্বরঃ
ইসিএলের কোলিয়ারিতে উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাতে স্থানীয়দের নিয়োগের দাবী জানালো বাংলা পক্ষ। সোমবার এই দাবিতে বেসরকারি সংস্থার আধিকারিকের হাতে ডেপুটেশন দেন তারা । ইসিএল এর বাঁকোলা এরিয়ার এবিপিট কোলিয়ারির ঘটনা।
উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে সাম্প্রতিককালে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, হেনস্থার ঘটনা বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভের কথা জানিয়েছে রাজ্য সরকারও। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাতে ভিন রাজ্যের শ্রমিকদের পরিবর্তে স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে “বাংলা পক্ষ”। সোমবার এই দাবিতে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় ইসিএলের বাঁকোলা এরিয়ার কুমারডিহি এবিপিট কোলিয়ারি কন্টিনিউওয়াস মাইনস প্রজেক্টের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার আধিকারিকের হাতে। সম্প্রতি এই প্রজেক্টে উৎপাদনের দায়িত্ব পেয়েছে জেএমএস নামে একটি বেসরকারি সংস্থা। ইতিমধ্যে এখানে অনেক ভিন রাজ্যের শ্রমিক নিয়োগ করেছে সংস্থাটি। এদিন ‘বাংলা পক্ষ” পাণ্ডবেশ্বর শাখার পক্ষ থেকে প্রজেক্ট অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয় সংস্থার আধিকারিকের হাতে। “বাংলা পক্ষ” সংগঠনের পক্ষে ভাস্কর মুখার্জি বলেন উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। আর এখানে সংস্থা অন্যান্য রাজ্য থেকে অবাঙ্গালীদের এনে কাজে নিয়োগ করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। বিষয়টি অগ্রাহ্য করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ভাস্কর বাবু।